চুয়াডাঙ্গার বদরগঞ্জে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩টি মুদি দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বদরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, বদরগঞ্জ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না লেখা পণ্য বিক্রয় করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ ও ৩৮ অনুসারে আব্দুল জব্বার’র প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই স্টোরকে ২ হাজার, বিল্লাল হোসেন’র প্রতিষ্ঠান মেসার্স বিল্লাল স্টোরকে ২ হাজার এবং জামাল উদ্দিন’র প্রতিষ্ঠান মেসার্স জামাল স্টোরকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৭ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।