মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামে যুব সমাজের উদ্দ্যেগে এলাকায় গান বাজনা ও মাদক বিক্রি এবং সেবন বন্ধ করতে আলোচনা সভা করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর বোয়ালমারী পুরানো মসজিদ প্রাঙ্গনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তরা বলেন, সমাজকে সুন্দর ভাবে গড়তে গান বাজনা বন্ধ ও মাদক মুক্ত সমাজ বিনির্মানে ভূমিকা অপরিসীম। বর্তমান যুগে গান-বাজনা অনেকের জীবনের বিনোদনমূলক চাহিদা হয়ে দাঁড়িয়েছে। গান শুনে না এমন মানুষের সংখ্যা খুব কম। শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের কাছেও এর ব্যাপক চাহিদা রয়েছে। অবসর পেলে অধিকাংশ লোকজন গান শোনায় ব্যস্ত হয়ে উঠে। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ গান-বাজনা সম্পর্কে জানা যায়, গান-বাজনার প্রতি আগ্রহী ব্যক্তির শাস্তি খুবই ভয়াবহ। এসব কাজের ভালো-মন্দ বিবেচনা করা হয় চোখ ও কানের মাধ্যমে। তাই আল্লাহ তাআলা তার জন্য এমন শাস্তি নির্ধারণ করেছেন, যা অত্যন্ত কষ্টদায়ক ও অপমানজনক। বর্তমানে আমাদের উপর যে বিপদগুলো আসছে তার মধ্যে অনেকগুলোই মদ্যপান, গান-বাজনা নিয়ে ব্যস্ত থাকার ফল। অধিকাংশ বাড়িতে বাজনা বাজে, অধিকাংশ হোটেলেই বাজনা বাজে, তাই তো এত বিপদ। আমাদের এসব বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সকলকে চেষ্টা করতে হবে এসব হতে বিরত থাকতে ও অন্যকে বিরত রাখতে। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোমিনপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির বজলুর রহমান পিন্টু মাষ্টার, হাফেজ মাওলানা হায়দার আলী, একরামুল হক, বিল্লাল হোসেন, সদর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক রাজ মেম্বর, আসাদুল হক, ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান হাবিব, পশ্চিমপাড়া মসজিদের সভাপতি ফিরোজ আলম, শরিফ উদ্দিন সন্টু মল্লিক, এমএম মঞ্জুর হোসেন, খুরশিদ আলম মিঠু সহ উপস্তিত ছিলেন বোয়ালমারি গ্রামের মুসল্লি বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা রেশাদ আমিন।