চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫ টার দিকে ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান শিখনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ঝন্টু মাষ্টার, রাশিদুল হক বেল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সদর উপজেলা রেলওয়ে শ্রমিক দলের সভাপতি রাব্বি, উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা আহসান হাবীব, কুরবান আলী, আজিবর রহমান, আবু রশিদ, ইসমাইল মন্ডল, রাকিবুল ইসলাম, মিজানুর রহমান লুকমান, মতিয়ার, জনাব আলী, হাসানুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, সফি উদ্দিন, ফেলু মালিথা, রকিল, যুবদল নেতা রোকন, তৌফিক, কল্লোল, আনারুল, সুমন, টগর। স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আবু হাসেম, কৃষকদল নেতা মনিরুল, জাহাঙ্গীর, রেজাউল, ফজলুর রহমান, জাকির মেম্বার, সাদ আলী, মোজাম্মেল হক, মানোয়ার, মশাল, নুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশ নির্দেশনা মুলক বক্তব্য দেন ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান এর হাত শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।