মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭/৮জনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি দেয়ায় অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগসহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছে। মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শিখন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ শান্ত, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ফজলু সরদার, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি কুরবান আলীসহ ৮/১০জন বিএনপির নেতাকর্মীদের ফেসবুকে হুমকি দেয়ার ঘটনায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ ও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন। অভিযোগে উল্লেখ করা হয়, মোমিনপুর ইউনিয়ন পরিষদের হাট বাজার ইজারার ১০% ৬ লাখ ৮৫ হাজার ৩৩৫ টাকা হাটবাজার উন্নয়নের কাজ চলাকালীন আমরা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা কাজ দেখার জন্য নীলমণিগঞ্জ বাজারে যায়। এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আসাদুল হকের সাথে কথা কাটাকাটি হয় ও তিনি উক্ত কাজ বন্ধ করে দেয়। এ ঘটনার সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্যানেল চেয়ারম্যান-১ আসাদুল হকের বড় ছেলে লিংকন আমাদের হুমকি দিয়ে স্ট্যাটাস দেয়, স্ট্যাটাসে লেখেন আমি প্যানেল চেয়ারম্যান আসাদুল হকের বড় ছেলে, আমি একজন সরকারি চাকরিজীবী, আমি আপনাদের সাথে একমত, সে যদি দুর্নীতি করে কোনো কিছু করে তাহলে অবশ্যই তার যথাযথ শাস্তি হওয়া উচিত। আর যদি না করে থাকে এই ভিডিওর ক্যামেরার সামনে যে ৮-১০জন ব্যক্তি আছেন আমি কারোর কলিজায় পানি রাখবো না এবং রাতের ঘুম হারাম করে দেব। এই হুমকি পাওয়ার পর তারা পরিবারের লোকজন নিয়ে চরম আতঙ্কে দিন যাপন করছে ও বিষয়টির তদন্তপূর্বক ব্যবস্থা নিতে অভিযোগ ও ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।