চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের উদ্যোগে হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে বিনাঙ্কূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ চত্বরে এডিবি’র অর্থায়নে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ ও ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হতদরিদ্র পবিারের মেধাবি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিউল আলম সুজন, উপসহকারী প্রকৌশলী রাকিব হোসেন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোকলেসুর রহমান, ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান টোকন, পল্লী উন্নয়ন সংস্থা পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপি’র সহ-সাংগাঠনিক সম্পাদক মিনারুল হোসেন, বিএনপি নেতা কালু হোসেন, বিল্লাল হোসেন, উবাইদুল হোসেন প্রমুখ।