চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে উপজেলা প্রশাসনের অভিযান ও শিশুখাদ্য বিতরণ

স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় ৮ ব্যক্তিকে জরিমানা

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ি বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সেই সাথে মাস্ক ও দরিদ্র শিশুদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হিজলগাড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ৮ ব্যক্তির নিকট থেকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে শিশুদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পুষ্টিকর খাদ্য ও মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন হিজলগাড়ি ক্যাম্পের টুআইসি এএসআই ছবেদ আলী, মোবাইল কোর্টের পেশকার সোবহান আলী।

Comments (0)
Add Comment