স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জজকোর্ট ও হাইকোর্টের আইনজীবী সাজ্জাদ হোসেন রকি’র স¥রণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় জজ কোর্টে কোর্ট রেফারেন্স ও বেলা সাড়ে ১১ টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জজকোর্টে জেলা ও দায়রা জজ আকবর আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্ট রেফারেন্সে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী সভা সঞ্চালনা করেন। সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম মরহুম সাজ্জাদ হোসেন রকির জীবন-বৃত্তান্ত উপস্থাপন করেন। জীবন-বৃত্তান্তের ওপর আলোচনায় অংশ গ্রহন করেন জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ। এ সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সিমিয়র আইনজীবী মাহতাব হোসেন ও দোয়া পরিচালনা করেন সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম।
এরপর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাজ্জাদ হোসেন রকি স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা সাধারণ সম্পাদক আহসান আলী সঞ্চালনা করেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অ্যাড. রবিউল ইসলাম। শোকসভায় সিনিয়র আইনজীবী সিরাজুল ইসলাম (১), মাহতাব হোসেন, শহিদুল হক (২), রবিউল ইসলাম, মারুফ সরোয়ার বাবু (পিপি), আব্দুল খালেক (জিপি), এমএম শাহজাহান মুকুল (পিপি) , বজলুর রহমান, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সোহরাব হোসেন (২), আ.স.ম. আব্দুর রউফ, নুরুল ইসলাম, আবুল বাশার, মঈন উদ্দিন মঈনুল, আকসিজুল ইসলাম রতন, তালিম হোসেন ,নাসির উদ্দিন, নাজমুল হাসান লাভলু, আবু তালেব বিশ^াস, মাসুদ পারভেজ রাসেল, আসাদুজ্জামান মিল্টন, হাসিবুল ইসলাম ইব্রাহিম, খন্দকার অহিদুল আলম মানি, মোসলেম উদ্দিন (২), মো. বদিউজ্জামান, কাজী জুবায়ের বিন হায়দার, আতিয়ার রহমান (২), মেহেদী হাসান নয়ন, তুহিন আহমেদ, তামান্না শারমিন দ্যুতি, মামুনুর রশিদ, সুলতান মীর্জা, আকতার আলী ও তৌসিফ হোসেন অংশ নেন।
শোকসভায় বক্তারা বলেন, আইনজীবী সাজ্জাদ হোসেন রকি একজন অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন।
প্রসঙ্গত: সাজ্জাদ হোসেন রকি আলমডাঙ্গা কুমারী গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. সোহরাব হোসেন (২) এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, পিতা-মাতা, এক ভাই ও দুই বোন রেখে গেছেন। সাজ্জাদ হোসেন রকি কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া জীবন শুরু করেন। চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০২ সালে এসএসসি, যশোর বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি , স্ট্যামফোর্ড বিশ^বিদ্যালয় থেকে ২০১০ সালে এলএলবি (অনার্স) ও ২০১১ সালে এলএলএম ডিগ্রী অর্জন করেন। ২০১২ সালের ২ এপ্রিল বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট প্রাপ্ত হন এবং চুয়াডাঙ্গা বারে যোগদান করেন। পরবর্তীতে ২০১৮ সালে হাইকোর্ট বিভাগে এনরোলমেন্ট প্রাপ্ত হন।
সাজ্জাদ হোসেন রকি ২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন এবং চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা জামে মসজিদ কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৮ বছর।