চুয়াডাঙ্গায় আমবাগান কেটে অনেকেই গড়ে তুলেছেন ফুলের বাগান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এবার গতবারের তুলনায় আমের ফলন কম হবে। বাগানের পরিমাণ হ্রাস পাওয়ায় ফলন কম হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

ফাগুনের মনোরম আবহাওয়া ফুটে উঠেছে। আমগাছে ফুল ধরেছে। মুকুলের মৌ মৌ গন্ধে ভরে উঠতে যাচ্ছে বাতাস। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আলী হাসান বলেছেন, চুয়াডাঙ্গায় এবার সদর উপজেলায় ৭শ ৪০, দামুড়হুদায় ৬৬৮, জীবননগর উপজেলায় ৪শ ও আলমডাঙ্গা উপজেলায় ১শ ২৫ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এ বাগানে এবার ২০ হাজার ৯শ ১২ মেট্রিকটন আম উৎপাদন হবে বলে আমরা আশা করছি। গতবছর এর চেয়ে বেশি আবাদ হয়েছে। কারণ গতবছর ১৭ হেক্টর জমিতে বেশি আমবাগান ছিলো। আমবাগান থেমে মুখ ঘুরিয়ে অনেক চাষি এবার ফুল বাগানের দিকে ঝুঁকেছে বলেই বাগানের পরিমাণ কমেছে।

Comments (0)
Add Comment