চুয়াডাঙ্গায় আরও চারজনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার সদর হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৯ জন। এর মধ্যে জেলায় ১৮৯ জন এবং জেলার বাইরে ২০জন মারা গেছেন। শুক্রবার ৩৩ জনের নমুনা পরীক্ষার করে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ শুক্রবার নতুন কোন নমুনা পাঠানি। পূর্বের হিসেবে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭০ জনে। এদিন ৩৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৮ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৭২ জনে। এ দিন কেউ সুস্থতার সনদ পাইনি। পূর্বের হিসেবে জেলায় মোট সুস্থতার সনদ পেয়েছেন ৬ হাজার ৫৪৫ জন। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ১৩ জন এবং বাড়িতে রয়েছেন ১০৫ জন। নতুন শনাক্তকৃত চারজনের মধ্যে সদর উপজেলার একজন, আলমডাঙ্গার একজন এবং দামুড়হুদার দুজন রয়েছেন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, শুক্রবার জেলায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে কারোর মৃত্যু হয়নি। এ দিন নতুন করে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৮৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন।

Comments (0)
Add Comment