চুয়াডাঙ্গায় একসঙ্গে ৭৪ নারী ও পুরুষ রুকন শপথ নিলেন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় রুকন শপথ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন বলেন, রুকন শপথ নেয়া যেমন গুরুত্বপূর্ণ তেমন এই পথে টিকে থাকাও গুরুত্বপূর্ণ। গতকাল শুক্রবার বিকেলে বেগনগর কিন্ডারগার্টেন স্কুল হলরুমে রুকন শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি জিয়াউল হক, প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসাইন, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন,তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন,যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, আইন বিভাগের সভাপতি দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাহফুজুর রহমান, আইট বিভাগের পরিচালক মাসুম বিল্লাহ ও উপজেলা আমিরগণ। জেলা আমির রুহুল আমিন বলেন, যারা আখেরাতকে বেশি গুরুত্ব দিবে তাদের এ পথে টিকে থাকা সম্ভব। তিনি বলেন, আমরা যদি জান্নাতের পথে এগিয়ে যেতে চায় তবে আমাদের এ পর্যায়ের দায়িত্বশীলদের পরনিন্দা ও পরচর্চা থেকে বিরত থাকতে হবে।