স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এক হাজার কৃষককে ৩৪ লাখ টাকার গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিনামূল্যে দিচ্ছে সরকার। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপপরিচালক দেবাশীষ কুমার দাস, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ ও বিএডিসি’র সিনিয়র বীজ বিপণন কর্মকর্তা সুমন রেজা উপস্থিত ছিলেন। সভায় চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় কৃষকদের মাঝে পেঁয়াজ চাষ বৃদ্ধির জন্য প্রণোদনা হিসেবে সরকার ৩৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩০০ কৃষক, আলমডাঙ্গা উপজেলায় ২৫০ কৃষক, দামুড়হুদা উপজেলায় ২৫০ কৃষক ও জীবননগর উপজেলায় ২০০ কৃষক পেয়াঁজ বীজ ও সার পাবেন। একজন কৃষক প্রতি এক বিঘা জমির জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজের পরিমাণ এক কেজি ২২২০ টাকা, ২০ কেজি ডিএপি সার ৩৮০ টাকা, ২০ কেজি এমওপি সার ৩৬০ টাকা ও এক কেজি বালাইনাশক ৩৫৫ টাকা পাবেন। ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক (প্রয়োজনে মাঝারী) কৃষকের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ প্রণোদনা কর্মসূচি বাবদ চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহসহ ২০ জেলার মধ্যে ১৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।