চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার করোনার পরিক্ষার রিপোর্ট না আসায় কোনো করোনাভাইরাস রোগী শনাক্ত হয়নি। ফলে পূর্বের হিসেবেই জেলায় শনাক্ত রোগীর সংখ্যা রয়েছে ৫ হাজার ৯৯৪ জন। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৮ জনে। গতকাল সুস্থ হয়েছেন ৭১ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৩ হাজার ৯৯৪ জন। এদিন রিপোর্ট না আসায় করোনাভাইরাস আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া পাচজনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন। করোনা আক্রান্ত হয়ে যে দুজন মারা গেছেন তাদের পরিচয় প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার একজন নারী, আলমডাঙ্গা উপজেলার তিনজন পুরুষ এবং দামুড়হুদা উপজেলার একজন পুরুষ রয়েছেন।
গতকাল শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ নতুন কোন নমুনা সংগ্রহ করেনি। ফলে পূর্বের হিসেব অনুযায়ী মোট নমুনা প্রেরণ ২২ হাজার ২৬৩ জনের। এদিন কোন নমুনা পরীক্ষার রিপোর্ট না আসায় পূর্বের হিসেবে অনুযায়ী মোট ফলাফল রয়েছে ২১ হাজার ৮৮৭ জনের। বর্তমানে চুয়াডাঙ্গায় শনাক্তকৃত সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৮২২ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ৮৫ জন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৭৩৭ জন। সিভিল সার্জনের দেয়া তথ্য মতে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মারা গেছেন ১৭৮ জন। এর মধ্যে চুয়াডাঙ্গাতে মারা গেছেন ১৬১ জন এবং জেলার বাইরে ১৭ জন। এ পর্যন্ত জেলায় মোট ৮৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন।

Comments (0)
Add Comment