চুয়াডাঙ্গায় গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ব্যতিক্রমী ‘মিলন মেলা’

তরুণদের উদ্যোগকে সাধুবাদ দিলেন জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষায় তিন দিনব্যাপী ব্যতিক্রমী ‘মিলন মেলা’র আয়োজন করেছে স্থানীয় যুবসমাজ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ ফুটবল মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গ্রামের অনেক ঐতিহ্য আজ বিলীন হতে বসেছে। আমাদের সন্তানেরা জানে না সেই ইতিহাস, সেই সংস্কৃতি। তরুণ প্রজন্মকে আমি অভিনন্দন জানাই, তারা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। যে কোনো প্রয়োজনে আমাদের সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা অব্যহত থাকবে। আমি আয়োজকদের প্রতি অনুরোধ জানাবো-মেলাটি যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং এই প্রচেষ্টা যেন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হয়।’
মেলায় আয়োজন করা হয় জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও চিত্র প্রদর্শনী। পরিবেশিত হয় জাতীয় ও দলীয় সংগীত এবং আয়োজন করা হয় মনোমুগ্ধকর কাওয়ালী গানের আসর। আয়োজকরা জানান, এই মিলন মেলা চলবে তিন দিনব্যাপী। গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও হারিয়ে যাওয়া খেলাধুলা নিয়ে প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মহাবুব হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।