স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা ওয়ালিদ হাসানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক ফলজ, বনজ, ঔষধি ও বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসা এবং ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণের সময় অত্র প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণকালে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ‘সবুজের বাংলাদেশ’ গড়ে তোলার ব্যাপারে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।