চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ কমছে না আপাতত, বরং আরো বৃদ্ধিরই পূর্বাভাস

স্টাফ রিপোর্টার: মাঝে দুদিন বৃষ্টির সম্ভবনা দেখা দিলেও চুয়াডাঙ্গায় তা কেটে গেছে। শনিবার থেকে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। তপ্ত ধরিত্রীর বুকে বইছে লু হাওয়া। মৃদু তাপ প্রবাহ বেড়ে মাঝারী মাত্রায় উন্নীত হয়েছে। এরই মাঝে অবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কয়েক দিন ধরে অব্যাহত তাপপ্রবাহ দু একদিনে কমার সম্ভাবনা নেই, বরং তা আরো বাড়বে এবং বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। আরো এলাকায় ছড়িয়ে পড়তে পারে এই তাপপ্রবাহ। আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে বলা হয়েছে। গতকাল ৫ দিনের শেষের দিকে বৃষ্টির সম্ভবনার কথা বলা হলেও রোববার এ সম্ভবনার বিষয়টি আপাতত সরিয়ে নেয়া হয়েছে। আবহাওয়ার সংক্ষিপ্তসার চিত্রে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে একমাত্র সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় শনিবার ছিলো ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Comments (0)
Add Comment