চুয়াডাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করেন। শুরুতেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম সভাপতির ভাষণে প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণারয়ের যুগ্ম সচিব শারাবান তাহুরা। ধূমপানের ক্ষতিকর দিক ও আইন সম্পর্কে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। বক্তব্য রাখেন ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, পল্লী উন্নয়ন সংস্থা পাস এর নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। প্রশিক্ষণে জেলা ট্রাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।