চুয়াডাঙ্গায় তারুণ্যের তর্জনী প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উৎসব উপলক্ষে ‘তারুণ্যের তর্জনী’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদান করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখা। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক ছেলুন বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা, দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। যেখানে সরকারি সকল উচ্চ পদে বাঙালি সন্তানরা অধিষ্ঠিত হবে। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা সেই অকুতভয় বীর বাঙালি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা, তার দুরদর্শীতার কথা জানবে। তাহলে তোমারা বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উৎসব ‘তারুণ্যের তর্জনী’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ৫০জনকে পুরস্কার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া। জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক ও সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক। পুরস্কার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি গােলাম মেহেরুল জোয়ার্দ্দার শেলটন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

Comments (0)
Add Comment