স্টাফ রিপোর্টার: স্মৃতিকাতর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীরে্যর মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় দেওয়ান হযরত মোহর আলী শাহ (রহ.) এর ২৭তম স্মরণ সভা, পবিত্র ওরশ শরীফ ও সাধু মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামে এর আয়োজন করে ইউয়িন বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আধ্যাত্মিক সাধক দেওয়ান মোহর আলী শাহ (রহ.) আমাদের সমাজে ন্যায়ের বাতিঘর ছিলেন। তার জীবনাদর্শ ও মানবসেবার চেতনা আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তিনি যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, সৎ পথে মানুষকে আহ্বান করেছেন, তা অনুকরণীয়। আজকের এই স্মরণসভা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের সামনে তার জীবনের দর্শনকে নতুনভাবে উপলব্ধির সুযোগ এনে দেয়। রাজনীতি, সমাজ ও ধর্ম-এই তিনটির সমন্বয়ে তিনি ছিলেন একজন আদর্শ মানবতাবাদী। আমাদের দায়িত্ব হলো তার দেখানো পথে মানুষকে নিয়ে এগিয়ে যাওয়া, সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা সৃষ্টি করা। বিএনপি সবসময়ই এরকম মানবিক মূল্যবোধকে শ্রদ্ধা করে এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’
শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে প্রধান বক্তা ছিলেন সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মারুফ সরোয়ার বাবু, প্রবীণ সাংবাদিক কামাল উদ্দীন জোয়ার্দ্দার, নন্দন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন পারভেজ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি স্বরাজ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক আলম, গ্রাম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন, ২ নম্বর ওয়ার্ডের সুলভ, ৭ নম্বর ওয়ার্ডের এনায়েত উল্লাহ, ইউনিয়ন যুবদল নেতা গোলাম মওলা, ছাত্রদল নেতা রাকিব রায়হান, জুয়েল এবং কৃষকদল নেতা রাইহান উদ্দীনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।