স্টাফ রিপোর্টার: আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সুধী সমাবেশসহ নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘ নানান চড়াই উৎরাই পেরিয়ে এনটিভি টানা ২২ বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে। পারিবারিক এই চ্যানেলটি আগামী দিনগুলোতে দর্শকের আশা আকাঙ্খা পূরণ করবে ,সেই প্রত্যাশা করি।’
জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলম সনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক মো. কামরুজ্জামান, অধ্যক্ষ শাহাজান আলী বিশ^াস, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল ,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসম আব্দুর রউফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, মানবতার পরিচালক মানি খন্দকার ও সাংবাদিক আবুল হাশেম।
এ সময় সাংবাদিক আতিয়ার রহমান, জামান আখতার, আলম আশরাফ, প্রশান্ত বিশ^াস, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, জোনারুল ইসলাম, অ্যাড. জালাল উদ্দিন, পিন্টু মাষ্টার এবং সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।