চুয়াডাঙ্গায় পেটের ব্যথার যন্ত্রণা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:পেটের পীড়ায় ভুগতে থাকা এবং শারীরিক প্রতিবন্ধকতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রান্ত মাঝি (১৮) নামের এক যুবক। শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুরে এ ঘটনা ঘটে।

নিহত প্রান্ত মাঝি একই গ্রামের তপন মাঝির ছেলে। স্থানীয় প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা প্রান্ত পেটের অসহ্য যন্ত্রণা এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই যন্ত্রণা সইতে না পেরে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে। এটি আত্মহত্যা বলে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। পরিবারের সদস্যরা রাতেই প্রান্তর শেষকৃত্য সম্পন্ন করেন।
প্রান্ত মাঝির এমন করুণ মৃত্যুতে পুরো গহেরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।