চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে পতাকা উত্তোলনসহ বিকেলে জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্বে টিঅ্যান্ডটি অফিসের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে যুব মহিলা লীগের দু’শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এরপর শহরের গোরস্থানপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। আজ আমরা নিজ অর্থায়নে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতু তৈরী করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। দলের ভিতর কোন বিশৃঙ্খলা থাকা চলবে না। আলোচনা সভা শেষে ২০ পাউন্ডের একটি কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শিউলি খাতুন, ইভা, পূর্ণিমা, যুগ্ম সাধারণ সম্পাদক আলিজা খাতুন, জাহানারা খাতুন, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, অর্থ বিষয়ক সম্পাদক চম্পা খাতুন, চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক মিতা খাতুন, ৬নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি রুপালী খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।

 

Comments (0)
Add Comment