চুয়াডাঙ্গায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন আজ থেকে ৪১টি ইউনিয়নে কার্যক্রম শুরু : ফরমের মূল্য ২০ টাকা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের রজব আলী সুপার মার্কেটে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ থেকে ৪১টি ইউনিয়নে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুযেল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা কলেজ শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি এইচ এম রাশেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু সভা সঞ্চালনা করেন। প্রধান অতিথি মাহমুদ হাসান খান বাবু বলেন, সদস্য সংগ্রহ অভিযান কিভাবে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিস্তারিত বলেছেন। তারা স্পট করেছেন। চুয়াডাঙ্গা জেলা ব্যতিক্রম কাজ করতে চাই। আমরা ডাটাবেজ করে রেখেছি। রাজধানীর নয়াপল্টন অফিসে আগুন ধরিয়ে দেয়ায় সংরক্ষিত তালিকা পাওয়া যাচ্ছে না। কেন্দ্র থেকে যা বলেছেন, তা আমরা করবো। স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হবে। পরিচয়পত্র দেয়া হবে। কিআর কোডের মাধ্যমে চিহ্নিত করতে পারবেন। প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে নতুন এক কোটি সদস্য অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এরমধ্যে চুয়াডাঙ্গা জেলায় সদস্য সংখ্যা বেশি হবে আশা করছি। তবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের বাদ দিয়ে সদস্য করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ৪১ টি ইউনিয়নে নির্বাচনের মধ্য দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছিলো। আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশ লীগের বাঁধার মুখে এসব কমিটি গঠন করা হয়। ওয়ার্ড কমিটির ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের আগে ফরম পূরণ করা হবে এবং পরবর্তীতে একই সাথে ৫১ জনের বাইরে সদস্য ও নবায়ন করবো। ২৪ হাজার নেতাকর্মী আগে ফরম পূরণ করবে। এক লাখের বেশি সদস্য নবায়ন করবো। ১৬ বছরের ফ্যাসিস্টদের পরিহার করতে হবে। আমরা রাজপথে ছিলোম। কোনক্রমেই আওয়ামী লীগ, যুবলীগ ফরমফিল আপ করতে না পারেন। ইমানের সাথে কাজ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিশ্রম করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তাল মিলিয়ে কাজ করবেন। কেন্দ্রীয় কর্মসূচি পালনে কেন্দ্রীয় নেতাদেও ছবি তুলে জানাতে হতো। এত সহজে কোন কিছু পাওয়ার কিছু নেই। তিনি কম্পিউটার টিপলেই জানতে পারবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এক থেকে ৩ লাখ সদস্য করবো। কাল (আজ শনিবার) থেকে সদস্য ফরম শুরু হবে। এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হামাসন পল্টু, দর্শনা বিএনপির সভাপতি আবুল হাসনাত, যুবদলের সাধারণ সম্পাদক স্ইাফুর রশীদ ঝন্টু, মহলদার ইমরান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব এবং বিএনপি ও অংঙ্গসংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।