চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নামে ১০১ মামলা প্রত্যাহারের অনুমোদন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ শাসনামলে ১৬ বছরের দুঃসময়ে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নামে ১০১টি মামলা প্রত্যাহারের অনুমোদন পৌঁছিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন শাখা-১ এর সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা গেছে। ফৌজদারী কার্যবিধি ১৯৯৮ এর ৪৯৪ ধারার আওতায় মামলাগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রত্যাহারের অনুমোদনকৃত মামলাগুলো হলো-চুয়াডাঙ্গা সদর থানায় ২৬টি মামলা, আলমডাঙ্গা থানায় ২০টি মামলা, দামুড়হুদা থানায় ২১টি মামলা, দর্শনা থানায় ৪টি মামলা, জীবননগর থানায় ২৮টি মামলা এবং পোড়াদহ রেলওয়ে থানার দুটি মামলা রয়েছে। এসব মামলাগুলোর মধ্যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (সি) ২৫ (ডি) তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারাসহ বিভিন্ন ধারা রয়েছে। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু বলেন, জেলার মোট ১৫৩টি মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনপত্র পাঠানো হয়। এরমধ্যে ১০১টি মামলা প্রত্যাহার করার অনুমোদন পাওয়া গেছে। বাকি ৫২টি মামলা হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং মাদক সংক্রান্ত হওয়ায় বিবেচনায় নেয়া হয়নি। ইতিমধ্যে তিনটি মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়েছে। অন্যান্য মামলাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহারের আবেদন করা হবে।