স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে।
শনিবার ৩০ আগষ্ট বিকাল পৌনে পাঁচটার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চুয়াডাঙ্গার সদর থানাধীন হাট কালুগঞ্জ সাকিনস্থ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে অভিযান চালায়।
চার বোতল ফেনসিডিল সহ এক জনকে আটক করে ডিবি পুলিশ, আটক ব্যক্তি ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ এলাকার মৃত মোজাহার মন্ডল এর ছেলে মহম্মদ মহাবুল মন্ডল (৩৮) এসময় ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন মাদক চোরাচালান এবং অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই সৌমিত্র সাহা এবং এএসআই মোঃ আবু আল ইমরান।