চুয়াডাঙ্গায় মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম

 

পুলিশের অপেশাদার আচরণের কোনো সুযোগ নেই 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কল্যাণসভা ও অপরাধসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইন ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এবার মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান। কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, পুলিশ প্রধান পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনাগুলো হলো, ‘পুলিশকে দুর্নীতিমুক্ত হওয়া, মানুষকে নির্যাতন করা থেকে বেরিয়ে আসা, মাদকের সঙ্গে সম্পর্ক না রাখা, বিট পুলিশিং চালু করা ও কর্মরত অবস্থাতেই পুলিশের কল্যাণ নিশ্চিত করা’। পুলিশকে দায়িত্ব পালনকালে শারীরিক শক্তি নয়, আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। সবসময় পেশাদার আচরণ করতে হবে। সাধারণ মানুষের সাথে পুলিশের অপেশাদার আচরণের কোনো সুযোগ নেই। পুলিশ সদস্যরা কোনোভাবেই কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কখনোই এটা বরদাস্ত করা হবে না। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। মাদক প্রসঙ্গে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সদস্যদের কল্যাণের প্রসঙ্গে বলেন, চাকরিরত অবস্থায় সদস্যদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে হবে। ভালো কাজ করলে স্বীকৃতি ও উৎসাহের পাশাপাশি মন্দ কাজ করলে কঠোর ব্যবস্থা নিতে কার্পণ্য করা হবে না। বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। এর মাধ্যমে পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পুলিশের কাছ থেকে যেনো সাধারণ মানুষ হাসিমুখে ফেরে তা নিশ্চিত করতে হবে। এ সময় চুয়াডাঙ্গায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কাজের মান এবং পরিমাণ বিবেচনায় ১৩ জনকে পুরস্কৃত এবং কাজের মান সন্তোষজনক না হওয়ায় ১২ জনকে তিরস্কার প্রদান করেন পুলিশ সুপার। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ অফিস কনফারেন্সরুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ।

 

Comments (0)
Add Comment