চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা আসমানের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা : জড়িতদের গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম আসমানের ওপর হামলা, অফিস ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে জেলা শহরে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহীদ হাসান চত্বরে প্রতিবাদসভার আয়োজন করা হয়। এসময় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার দাবি জানানো হয়।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, জেলা যুবলীগের সদস্য রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক জিএস রাশেদউজ্জামান বাকি, জেলা ছাত্রলীগের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসানউজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চুুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশেদ উদ্দিন চন্দন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাঈদ, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য রকিবুল ইসলাম, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী বিশ্বজিৎ কুমার, সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা ফিট্টু মুন্সি, জেলা যুবলীগের সাবেক সদস্য টুটুল, আলো, সেলিম, গালিব, সবুজ, মিন্টু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম কাবা, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান তালু, সাধারণ সম্পাদক ইমদাদুল ইন্তা।

আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্তির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, ইমরান, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদসহ চুুয়াডাঙ্গা জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ।

 

Comments (0)
Add Comment