চুয়াডাঙ্গায় সমাজসেবা অধিদফতরের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে ছেলুন জোয়ার্দ্দার এমপি

বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার: ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগী ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। গতকাল বৃস্পতিবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো সুখী, সমৃদ্ধশালী, শোষণহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। খাদ্য অভাবে ও বিনা চিকিৎসায় যাতে কোনো মানুষ মারা না যায়। বিশ^ দরবারে বাংলাদেশ যেন একটি উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাড়ায়। কিন্তু ঘাতকরা বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণ করতে দেয়নি। ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকরা তাকে স্বপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে পূরণ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামাত-বিএনপি জোট সরকারের আমলে চুয়াডাঙ্গা রক্তাক্ত জনপদের তকমা পেয়েছে। বাইরের জেলার কোনো মানুষ এ জেলাতে চাকরি করতে আসতো না। বিত্তশালীরা কেউ গ্রামে বাস করতে সাহস পেতো না। কখন কে এসে চাঁদা ধরবে এবং চাঁদার টাকা না পেলে হত্যা করা হবে। এ ভয়ে মানুষ শহরে এসে বসবাস করতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই সকল বাঘা বাঘা সন্ত্রাসীরা আত্মসমর্র্পণ করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী অভিযোগহীন সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য চাকরি দেয়া হয়েছে এবং যারা আত্মসমর্পণ করেনি তাদের ধরে ধরে জেলে পাঠানো হয়েছে। এখন আর মানুষ কেউ গ্রাম ছেড়ে শহরে বাস করতে আসে না। এখন রাস্তার পাশে মাচাল তৈরি করে মানুষ ঘুমোয়, চায়ের দোকানে বসে থাকে নির্ভয়ে। এ সময় তিনি আরও বলেন, বিগত সরকার আমলে গরিব মানুষেরা ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মারা গেছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দরিদ্র মানুষের এ সকল মরণব্যাধি থেকে বাঁচানোর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে চিকিৎসার জন্য টাকা প্রদান করছে। মানুষ যাতে হয়রানির শিকার না হয়। এ জন্য স্ব স্ব উপজেলার সমাজসেবা অফিসে এসে আবেদন করতে রোগাক্রান্ত ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেবের উপস্থাপনায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক, জাতীয় সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সি আলমগীর হান্নান, সাবেক পিপি অ্যাড. সামসুজ্জোহাসহ চুয়াডাঙ্গা জেলা, উপজেলা সমাজসেবা ও শিশু পরিবারের সকল কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ৮৮জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৪৪ লাখ টাকা এবং ৫৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ৯ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment