চুয়াডাঙ্গায় সরকারি জমি ঘিরে নেয়ার অভিযোগ : ইউএনও’র তড়িৎ ব্যবস্থা 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের প্রধান গেটের পাশে ব্যক্তি মালিকাধীন নিজ জমির সামনে সরকারি কয়েক বিঘা জমি সীমানা পিলার দিয়ে ঘিরে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত শেষে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূইয়া ।

খোঁজ নিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কের পাশে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরের আতিকুর রহমান মালিকের প্রায় ৩ বিঘা জমি আছে। ওই জমির সম্মুখভাগে সরকারি কয়েক বিঘা জমি সীমানা পিলার দিয়ে ঘিরে নেয়া হচ্ছে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ছুটে যান এবং জমি পরিদর্শন করেন। শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সীমানা পিলার ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেন।

এ ব্যাপারের জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া বলেন, জমির মালিক আতিকুর রহমানের সাথে মোবাইল ফোনে কথা বলা হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে তার ম্যানেজারকে সীমানা পিলার সরিয়ে নিতে বলেছেন। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কটি ৪ লেনে উন্নীত হওয়ার কথা রয়েছে। সড়ক উন্নয়নে সরকারি জমি কেউ দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)
Add Comment