চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত দুই : রেফার্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর এলাকার ভি.জে সরকারি বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমসাধু চালক মনিরুল ইসলাম (৪০) ও তার খালাতো ভাই লিটন আলী।
পারিবারিকসূত্রে জানা যায়, গতকাল বিকেলে জীবননগর থেকে আলমসাধুযোগে মুন্সিগঞ্জে যাচ্ছিলেন মনিরুল ও তার খালাতো ভাই লিটন। পথিমধ্যে ভিজে স্কুলের সামনে পৌছুলে স্পীড বেকার খেয়াল না করায় ঝাকিতে আলমসাধুটি উল্টে দুজনই পাকা রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আহত হন দুজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে লিটন আলীর কাছে থাকা নগদ ৪১ হাজার ৯’শ টাকা পাই জরুরি বিভাগের সেচ্ছাসেবীরা। পরে তারা হাসপাতালের আরএমওকে জানায়। লিটন আলীর পরিবারের সদস্যরা হাসপাতালে আসলে আরএমও’র ডা. সালেহ আকরাম ও মেডিকেল অফিসার ডা. ওয়াহেদ মাহমুদ রবিন টাকাগুলো তার পরিবারের নিকট হস্তান্তর করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, মনিরুলের অবস্থা শঙ্কামুক্ত। লিটন আলীর মাথায় ও বিভিন্ন স্থানে জখম হয়েছে। তার বমি হওয়ায় রাজশাহী রেফার্ড এর পরামর্শ দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment