চুয়াডাঙ্গায় হাতকড়া খুলে পালানো সেই আজিজুল গ্রেফতার : আজ পুলিশের প্রেসব্রিফিং

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আজিজুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টায় প্রেসবিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।

জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে আসামিকে কারাগার থেকে আদালত চত্বরে এনে গাড়ি থেকে নামানোর পরপরই আজিজুল কৌশলে পালিয়ে যান। ঘটনার পর থেকেই তাকে আটক করার জন্য পুলিশ অভিযান শুরু করে। এ ঘাটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। চুয়াডাঙ্গার দর্শনার একটি ডাকাতি মামলার আসামি হিসেবে আজিজুল ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে আটক ছিলো। রোববার ছিলো ওই মামলার ধার্য তারিখ। তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে অন্য আসামিদের সাথে আদালত এলাকায় নিয়ে আসা হয়। আদালত চত্বরে কারাগারের গাড়ি থেকে নামার পরপরই তিনি কৌশলে হাতের হ্যান্ডকাপ থেকে নিজের হাত বের করে পালিয়ে যান।  আসামি আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় ডাকাতি মামলা রয়েছে।

Comments (0)
Add Comment