চুয়াডাঙ্গায় ১৩ জনের নমুনায় ৯ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নতুন ৯ জন করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। ১৩ জনের নমুনা পরীক্ষার রিপোটে ৯ জন কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টিকে হালকাভাবে দেখছে না স্বয়ং স্বাস্থ্যবিভাগ। সিভিল সার্জন বলেছেন, পর্যাপ্ত অক্সিজেন থাকলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী হয়ে পড়েছে। মাস্ক পরাসহ সামাজিক দূরুত্ব বজায় রাখার পাশাপাশি সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে হবে।
স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৯ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এ হিসেবে চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬৯ দশমিক ২৩ শতাংশ। নতুন ৯ জনকে নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮শ ৭৪ জন। মোট সুস্থতা পেয়েছেন ৭ হাজার ৬শ ৫৪ জন। নতুন সংক্রমিতদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত চুয়াডাঙ্গার মোট মৃতের সংখ্যা ২শ ১০ জন। এর মধ্যে ২০ জন মারা যান চুয়াডাঙ্গার বাইরে।
গতকাল বুধবার পর্যন্ত প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলায় করোনা ভাইরাস প্রতিশোধক ভ্যাকসিন প্রথম ডোজ দেয়া হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ২শ ৭৩ জনের, ২য় ডোজ দেয়া হয়েছে ১০ লাখ ৩১ হাজার ৪শ ৮ জনের, ৩য় ডোজ দেয়া হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩শ ১৩ জনের।

Comments (0)
Add Comment