চুয়াডাঙ্গায় ২১ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ২১ বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন পুলিশ সুপার। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন এলাকার ২১ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।  ওই ঈদ উপহার সামগ্রী বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের হাতে তুলে দেন সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো পাঞ্জাবী-পায়জামা, পোলাও চাল, সয়াবিন তেল, মশুর ডাল, প্যাকেট লাচ্ছা সেমাই, উন্নত মানের কুলসুন সেমাই, চিনি, নারিকেল, মিল্ক পাউডার (গুড়া দুধ), ডালডা, গরম মশলা, কিচমিচ ও বাদাম। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রে যখন রক্ত পিপাষু পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙ্গালীর উপর ঝাঁপিয়ে পড়ে ঠিক সেই রাতে বাঙ্গালী জাতির মুক্তির দিশারী রূপে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে তোলেন এই বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা। পুলিশ মুক্তিযোদ্ধারা শুধু বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তানই নন, তাঁরা বাংলাদেশ পুলিশের গৌরোজ্জ্বল সদস্য। তিনি আরও জানান, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা অনেক সম্মানিত ব্যক্তি। আর সম্মানিত ব্যক্তিদের সম্মান দেওয়া উচিৎ। তাই আমার আত্মউপলব্ধি থেকে সাধ্যমত তাঁদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি মাত্র।  এটি আমার ভাল লাগা ক্ষুদ্র প্রয়াস।

Comments (0)
Add Comment