চুয়াডাঙ্গায় ৪২ মিলিমিটার বৃষ্টি : স্বস্তি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মঙ্গলবার ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বাধিক বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ৭৮ মিলিমিটার। ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ৫ দিনের শেষের দিকে তা কমবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জাগায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার কক্সবাজারে ৩৪ দশমিক ১ ও সর্বনি¤œ রংপুরের ডিমলায় ১৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৩ ও সর্বনি¤œ ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো। দুপুরের পর বিকেলে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়। এ সময়ে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদফতর। দেশের অধিকাংশ জেলাতেই কম বেশি বৃষ্টি হয়েছে।

Comments (0)
Add Comment