দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম দামুড়হুদায় দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে দামুড়হুদা উপজেলাধীন ৮১ নং নতুন বাস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা বিষয়ক শিক্ষক ও অভিভাবকবৃন্দের সাথে সচেতনতামূলক সভা, হাউলী ইউনিয়ন ভূমি অফিস ও আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন, জাগরণী চক্র এনজিওর কার্যক্রম পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী কার্যক্রমের শুরুতেই দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এর সভাপতিত্বে নতুন বাস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক সহযোগিতা এবং শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও শিক্ষার মানোন্নয়ন শিক্ষক ও অভিভাবকদের কে সচেতন হবার আহ্বান জানান। পরবর্তীতে তিনি হাউলী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেবা প্রদানের ক্ষেত্রে জনসাধারণের সন্তুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে হাউলী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন, প্রকল্পভুক্ত পরিবারের জীবনমান, আবাসন ব্যবস্থা ও সরকারি সহায়তার বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়াও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য সেবা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।পরবর্তীতে দামুড়হুদা উপজেলাধীন জাগরণী চক্র এনজিওর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকা- সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ও জেলা প্রশাসকের কার্যালয়ের, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।