চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফের সাথে মৎস্য আড়ত মালিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা মৎস্য আড়ত মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বিএনপি নেতা শরীফুজ্জামানের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা নিবিময়কালে নবনির্বাচিত ২০২৫-২০২৬ দ্বিবার্ষিক কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ফিরোজ মিয়া, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিংকু, সহ-সাধারণ সম্পাদক শহীদুল কদর জোয়ার্দার, কোষাধ্যক্ষ শেখ জহিরুদ্দিন সুরুজ, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, হাজি মোতাহার হোসেন তোতা, আবু সাইদ বিপ্লব, শ্রী শ্যাম হালদার ও শ্রী আনন্দ হালদার। এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. মানি খন্দকার, অ্যাড. জালাল উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান। নব নির্বাচিত কমিটির নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি চুয়াডাঙ্গা মৎস্য আড়ত মালিক সমিতির নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই সমিতি জেলার অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি, নবনির্বাচিত নেতারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি সমাজকল্যাণেও অবদান রাখবেন। জেলা বিএনপি সব সময় গণমানুষের পাশে আছে এবং ব্যবসায়ী সমাজের যেকোনো যৌক্তিক দাবিতে আমরা পাশে থাকব।’