চুয়াডাঙ্গা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ২জন গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে। গত পরশু বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার তাল্লু মিলের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই সুমন্ত বিশ্বাস সঙ্গীয় অফিসার এএসআই বিজন কুমার, এএসআই মো. আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। চুয়াডাঙ্গা-দামুড়হুদা গামী রোডে তাল্লু সুতার মিলের সামনে পাকা রাস্তার ওপর হতে ৩কেজি গাঁজাসহ ২জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-দামুড়হুদা দশমী পাড়ার ফিরোজ আলীর ছেলে আক্কাস আলী (৪০) ও পুরাতন বাজার পাড়ার মৃত মোকলেছুর রহমানের ছেলে জামাল উদ্দিন ওরফে লিটন (২৯)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments (0)
Add Comment