চুয়াডাঙ্গা পৌরসভার রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে টোটন জোয়ার্দ্দার

আপনারা ভোট দিয়ে একজন অভিজ্ঞ ব্যক্তিকে নির্বাচিত করেছেন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার চারটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার সকালে পৌরসভার ৩ ও ৭নং ওয়ার্ডের তিনটি আরসিসি ঢালাই ও একটি ফ্লাট সোলিং রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়। নব-নির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা ভোট দিয়ে একজন অভিজ্ঞ ব্যক্তিকে মেয়র নির্বাচিত করেছেন। অনভিজ্ঞ কেউ মেয়র হলে যে উন্নয়ন করতে পারে না, সেটা চুয়াডাঙ্গা পৌরবাসী বুঝতে পেরেছে। শহরের প্রতিটি পাড়া-মহল্লার আজ বেহাল দশা। গত পাঁচ বছরে উন্নয়ন কাজ না হওয়ায় সাধারণ পৌরবাসী প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। এই ভোগান্তি নিরসনে দ্রুত রাস্তাঘাট, ড্রেন সব ঠিক করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ করছে বর্তমান সরকার। সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা পৌর এলাকায়ও উন্নয়ন হবে। এ সময় নবনির্বাচিত মেয়র বলেন, আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য। আপনাদের পূর্ণ নাগরিক সেবা দেয়ার চেষ্টা করবো। প্রায় প্রতিটি এলাকায় সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি সমস্যা নিরসনে প্রয়োজনীয় কাজ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রতœা, উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ইমরান মহলদার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর উজ্জ্বল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর শেফালী খাতুন, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাভেদ মোহাম্মদ রাফিজ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

 

Comments (0)
Add Comment