চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছায় সিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের করালেন মিষ্টিমুখ

স্টাফ রিপোর্টার: কর্ম উদ্দীপনায় যে পুলিশ সুপার সকলের দৃষ্টি কেড়েছেন, সেই পুলিশ সুপার যখন করোনা আক্রান্ত হলেন, তখন সুস্থতা কামনায় দোয়া করেছেন চেনাজানা প্রায় সকলে। সুস্থ হয়ে আবারও যখন নব উদ্যমে কাজে যোগ দিয়েছেন, তখন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেও কার্পণ্য করছেন না অনেকে। শুধু কি শুভেচ্ছা? কুশল বিনিময়ের পাশাপাশি চুয়াডাঙ্গার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হচ্ছে বিস্তর।
গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার করোনাজয়ী পুলিশ সুপার জাহিদুল ইসলামকে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনিও সকলকে মিষ্টিমুখ করিয়ে চুয়াডাঙ্গার সার্বিক বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। অসুস্থতা এবং সুস্থতার বর্ণনার পাশাপাশি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়নসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পথ আরও সুগম করার ইচ্ছে ব্যক্ত করে পুলিশ সুপার বলেন, পুলিশও সবসময় সাংবাদিকদের সহযোগিতা আশা করে। চুয়াডাঙ্গার সাংবাদিকসমাজ দক্ষতার সাথেই দায়িত্ব পালন করে আসছে। কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাউকে হেয় প্রতিপন্ন করলে তাকে অবশ্যই আইনের আওতায় নেয়া হবে। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট ও স্থানীয় সংবাদপত্রের সম্পাদকম-লীও ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপারকে। এ সময় তার ভবিষ্যত সুস্থতা কামনাসহ পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রেসক্লাব সহ-সভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, কার্যকরি সদস্য শাহ আলম সনি, নাজমুল হক স্বপন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সহ-সভাপতি শেখ সেলিম, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জমান চাঁদ, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক হুসাইন মালিক, কার্যকরি সদস্য জহির রায়হান সোহাগ, সাংবাদিক মিজানুল হক মিজান, রিফাত রহমান প্রমুখ উপস্থিত থেকে পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময়সহ মতবিনিময়ে মিলিত হন।

Comments (0)
Add Comment