চুয়াডাঙ্গা ভালাইপুরের বাবু প্রতারকের খপ্পরে পড়ে খোয়ালেন ইজিবাইক

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা ভালাইপুরের বাবু মালিতা দুই প্রতারকের খপ্পরে পড়ে তার ইজিবাইকটি হারিয়েছে। দুই প্রতারক কৌশলে তার ইজিবাইকটি ভাড়াই জীবননগরে নিয়ে এসে তাকে বোকা বানিয়ে ইজিবাইক নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় চরম হতাশ হয়ে পড়েছেন ইজিবাইক চালক বাবু মালিতা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরের ভালাইপুরের ইদ্রিস মালিতার ছেলে বাবু মালিতা একজন ইজিবাইক চালক। গতকাল সকালে দুই প্রতারক তার ইজিবাইকটি চুয়াডাঙ্গা হতে ভাড়াই নিয়ে জীবননগরে আসে। বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করার একপর্যায়ে প্রতারকরা তাকে নিয়ে উপজেলা পরিষদের মধ্যে ঢোকে। দুপুর ২টার দিকে দোকান হতে মালামাল কেনার কথা বলে বাবু মালিতাকে এক প্রতারত নিয়ে আসে। এসময় অন্য প্রতারক ইজিবাইকে থেকে যায়। দোকানে আসাকালে ইজিবাইকে থাকা প্রতারক বাবু মালিতার ইজিবাইক নিয়ে চম্পট দেয়। মালামাল কিনে ওই প্রতারক তা বাবু মালিতার হাতে ধরিয়ে দিয়ে বলেন ভাই এটা নিয়ে ইজিবাইকে যান আমি আসছি। বাবু মালিতা এসে দেখে তার একমাত্র সম্বল ইজিবাইকটি আর নেই। প্রতারক নিয়ে চলে গেছে। এ ঘটনায় তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। উপজেলা পরিষদের সামনে দিতে থাকেন গদাগদি। তবে শেষ পর্যন্ত ইজিবাইকটি আর পাওয়া যায়নি।

Comments (0)
Add Comment