চুয়াডাঙ্গা-মেহেরপুরে চার দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী

স্টাফ রিপোর্টার: ওষুধের দাম সরকারিভাবে নির্ধারণ ও বিক্রির কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন খুচরা ব্যবসায়ীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি। মানববন্ধনে বক্তরা বলেন, দিন দিন বেড়েই চলেছে ওষুধের দাম। ওষুধ কিনতে মানুষ এক প্রকার অসহায় জীবন পার করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সব পেশাজীবের মানুষ এখন ওষুধ সেবনে অনিহা প্রকাশ করছে কারণ ওষুধের মূল্যের ঊর্ধ্বগতি বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন পেশাজীবের মানুষ। সেই সাথে সাধারণ মানুষ চাই যে ওষুধের মূল্য কমানো হোক। কারণ ওষধ ছাড়া মানুষ এক প্রকার এখন চলতেই পারে না। এক বেলা মানুষের খাবার না জুটলেও ওষধ তাকে কিনতেই হবে। বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষ বলে আমাদের জানিয়েছেন। বক্তারা আরও বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধের কারণে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ভাবে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতি সম্মুখীন হচ্ছে। দিন দিন এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে পড়বে এবং বক্তার আরো বলেন যে, ফার্মেসীগুলোর ন্যায্য কমিশন পাচ্ছে না আমাদের দিন দিন ঝুঁকি বাড়ছে। ওষধ কোম্পানিগুলোর কাছে দাবি তুলে ধরেন যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো দ্রুত ফেরত নিয়ে প্রতিস্থাপন করা হোক বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বক্তারা। বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে -বাধ্য হয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে। এমনকি প্রয়োজনে সব ধরনের ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই ওষুধ কোম্পানিগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। চুয়াডাঙ্গায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছেন ওষুধ ব্যাবসায়ীরা। গতাকল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত শহরের শহীদ হাসান চত্বরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ওষধের বিক্রয় কমিশন বৃদ্ধি। মেয়াদ উত্তীর্ণ ওষধ দ্রুত সময়ের মধ্যে ফেরৎ নেয়া এবং প্রতিস্থাপন করা। ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ওষধ কোম্পানির ওষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ওষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিসিডিএস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, দামুড়হুদা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্য রতন খান, দর্শনা শাখার সভাপতি তরিকুল ইসলাম, সহ-সভাপতি ফজলুর রহমান, জীবননগর উপজেলা শাখার সভাপতি কাজী বদরুদ্দোজা, রেল বাজার ব্যাবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক সামিউল অপু, হাসপাতাল রোডের ওষধ ব্যাবসায়ী মাহমুদ ও প্রীতম,বদরগঞ্জ বাজারের ওষধ ব্যবসায়ী সুজন মিয়া এবং আব্দুস সবুর। মানবন্ধন কর্মসূচির সার্বিক পরিচালনা করেন বিসিডিএস জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবু সাদিকুজ্জামান রঞ্জু। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে ওষুধ বিক্রেতারা বলেন যে, লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ, ওষুধের কমিশন বাড়ানো, সরকারিভাবে সকল ওষুধের মূল্য নির্ধারণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নেয়াসহ বিভিন্ন দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন মেহেরপুরের ঔষধ ব্যবসায়ীরা। এ সময় মেহেরপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মেহেরপুরের মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, সভাপতি, মেহেরপুর জেলা শাখা, রাকিবুল হাসান রন, সহ-সভাপতি, মো. সেলিম খান, মতিউর রহমান, আমিনুল ইসলাম সেন্টু, বাবর আলী, কাজী খয়রুদ্দিন আহমেদ, আসিফ আল মোনায়েম, জালাল উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।