চুয়াডাঙ্গা-মেহেরপুরে যুবদলের পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ সেøাগান ও অপপ্রচার এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ষড়যন্ত্র করে বিএনপির দুর্নাম ও অপপ্রচার চালানো হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে যাদের হাত রয়েছে তারা এটা করছে। সমাবেশ থেকে ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকা- এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচারেরও প্রতিবাদ জানানো হয়। এসব হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। বক্তারা বলেন, ‘বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। স্বৈরাচার আওয়ামী লীগ ফের মাথাচাড়া দিয়ে উঠছে। তারা আবার যদি নিপীড়ন চালাতে আসে, তবে যুবদল কঠিন জবাব দেবে।’ তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’ তারা আরও বলেন, দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অথচ অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে নির্লিপ্ত ও উদাসীন ভূমিকা পালন করছে। যুবদল এর তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। বক্তারা আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। এখনো তারা ষড়যন্ত্র করছে, তবে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কেউ রেহাই পাবে না।’ বক্তারা বলেন, দেশের ষড়যন্ত্র চলছে, যাদের এখনো দুধের দাঁত ভাঙেনি তারা বিএনপিকে নিয়ে বিষাদগার করে, খুলনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা করেছে কারা করেছে দেশের মানুষ তা জানে। এ ধরনের রাজনীতি কারা করে বুঝতে কারো বাকি নেই। আমরা রাজপথে লড়াই সংগ্রামে ছিলাম এবং এখনো আছি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে পিছানোর জন্য আজকে গুটি কয়েক দল উঠে পড়ে লেগেছে। এই ষড়যন্ত্র শক্ত হাতে দমন করব। এই সরকারের উদ্দেশ্যে বলেন, দেশে আইন-শৃঙ্খলা অবনতির দায় এই সরকারকে নিতে হবে। আমরা বিগত দিনে লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলাম এখনো থাকবো।
চুয়াডাঙ্গায় জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারে নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও তানভীর হোসেন তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি রবিউল মল্লিক, বকুল হোসেন বকুল, অপূর্ব কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, আচান শেখ, মাহবুব, আবদার হোসেন রাজু, সহ-অর্থ বিষয়ক সম্পাদক অমিত হাসান খান, সহ-প্রচার সম্পাদক শামীম হক মিলন, সহ-আইন বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত ফিরোজ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রূপম আজাদ টারজান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মৎস ও পশু পালন সম্পাদক সোহেল রানা টুটুল, সহ-স্বাস্থ্য বিষায়ক সম্পাদক ডা. আহসান হাবিব সুইট, সহ-সাহিত্য ও প্রকাশনার সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক গামছা কামাল, পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক আক্কাস আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান খান, সদস্য ইদাদুল হক ইমদাদ, শিপন, বসির আহম্মেদ শিবলু, সজীব, মিজান, শিবলু, হামিদ উদ্দিন রিপন, বাদশা কঁঠাল, আকুল, নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সভাপতি ফজলুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব, সদস্য শাহ জামাল, মাওলা, নাজমুল, জাহাঙ্গীর, লিটন, সানোয়ার, হামিদুল ইসলাম, শাহিন, বুলবুল, আলিম মাস্টার, আলী, ইদ্রিস, রাব্বি, হাসান, নাসির, সাত্তার, রনি, খোকন, সজীব, সাদ্দাম, পারভেজ, শিপন, বাবুর রহমত, আবু কাইয়ুম বাবু, ফারুক, সুমন, পিয়াস, আলমগীর, সেলিম, জীবন, শুকুর আলী, শ্যামল, শান্তি, মমিন, মিল্টন, আরিফ, শামীম, খোকন, রাকিব, ইমন, শাহীন, সাইফুল, রাব্বি, সোহাগ, ইসানুল, শামিম, রাকিব, ইসরাফিল, লালন, লাভলু, মশিয়ার, মাহি, আফ্রিদি, তোজাম, হযরত, ফারুক, সুমন, টুটুল, রানা, কাশেম, রায়হান, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান হক, সাইফুল ইসলাম জনি, সদস্য হাবিবুর রহমান স্কয়ার, মামুন মল্লিক, তৌফিকুল ইসলাম বাপ্পি, সুমন রশিদ, মনিরুজ্জামান মিংকু, ফুরাদ, রিংকন, শহিদ, মোহাম্মদ রিপন, রনি, রিয়াদ, রকি, লিকু, স্বপন, আবুল বাশার, রিঙ্কু আহমেদ, জয়নাল আবেদীন, ডালিম, তুহিন, সিরাজ, কমল, লিওন, জালাল, সুমন, সুজন, মামুন, মানিক, আসাদ, কালাম, রাজু, জিনারুল, নয়ন, বিপ্লব, মিলন, সালাউদ্দিন, বাপ্পি, বাবু, মোহন, রানা, মুকুল, সাম্মি, দুইখে, রাসেল আরেফিন, কিতাব, হিরা, বাচ্চু, রনি, বিদ্যুৎ, আমিরুল, ফরজ, আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক উজ্জামান, আব্দুল আল মামুন, যুবদল নেতা চয়েন, মামুন, আলমগীর, বাদশা, বাবু, তুষার, ফিরোজ, আরিফ, আমিত, বকুল, চান মিয়া, আসলাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিতুল জামান রোহিত, জহুরুল ইসলাম, হামিদুর রহমান, মুন, চয়ন, সাইফুল, জেনারুল ইসলাম, শরিফুল, ঠান্ডু, কাজল, ওল্টু, মাশরাফি, লাল মিয়া, সাদ্দাম, সামাদ, হযরত, মিনারুল, রাসেল, রনি, রাজিব, জনি, মামুন, আরিফ, বাবু, রিপন, হৃদয়, আলামিন, সেলিম, শুভ, সাজু, জামাল, বাবু, আকাশ, জিহাদ, জাকির হোসেন, মোহাম্মদ রিপন, মিলন হোসেন, হাসমত আলী, সাইফুল ইসলাম নাঈম, মোহাম্মাদ প্যারিস, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, ইকরামুল হক, সহ-সাধারণ সম্পাদক শমসের, সহ-সাংগঠনিক সম্পাদক জুরন, সহ-প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম পারভেজ, সহ-আইন বিষয়ক সম্পাদক রাফিক জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, সবুজ লস্কর, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল বেলাল, সাদস্য বাঁধন জোয়ারদ্দার, নয়ন, সাইফুল, রাব্বি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নেওয়াজ শরীফ ও সাব্বির হোসেন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জনি প্রমুখ। সমাবেশের সার্বিক সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের প্রচার সম্পাদক মো. ইমরান হোসেন উজ্জ্বল।
অপরদিকে, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সহ-সভাপতি তৌফিক এলাহী, রাশেদুল ইসলাম রাশেদ, নাসির উদ্দীন খেদু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাবলু, সহ-সাধারণ সম্পাদক হুসাইন মো. আমির, সাইফুল ইসলাম সুমন, জাহিদুল ইসলাম, দফতর সম্পাদক মাহামুনুর রশীদ টনিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক, মতিউর রহমান মিশর, সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, যুগ্ম আহ্বায়ক, রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান হ্যাপি, আমির হোসেন মেম্বার, হাফিজুর রহমান, হাসান মালিক, পৌর যুবদলের আহ্বায়ক, বিপুল হাসান হ্যাজি, সদস্য সচিব আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক, লালন সর্দ্দার, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক, মীর উজ্জল, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী বাবু, রাসেল, আলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক, নাজিম মোল্লা, সদস্য সচিব সাইফুদ্দীন কনক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল আরিফ, সাইফুল সেলিম, সোহেল রানা, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব জাল্লাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক, জাহান আলী, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, সদস্য সচিব মিলন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. টুটুল শাহ্, সরোওয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন রিংকু, সজিব আহমেদ, শামিম রেজা, মনিরুল ইসলাম মনির, সিদ্দিকুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান মহোন, মরশেদুল ইসলাম লিংকনসহ চুয়াডাঙ্গা জেলা যুবদলের অন্তভূক্ত সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সড়ক বিভাগের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সুজন, সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব নওশেল আহমেদ রনিসহ জেলা যুবদলের নেতৃবৃন্দরা। এর আগে মেহেরপুর সড়ক বিভাগের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনীতির কারণে সমাবেশ করা হয়।
অপরদিকে, মেহেরপুর পাথর গেটের সামনে থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের সহ-সভাপতি মোশাররফ তপু, এস এ খান শিল্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সদর থানা যুবদলের আহ্বায়ক লেয়াকত আলী, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাম, যুবদল সদস্য মেহেদী হাসান রোলেক্স সহ গাংনী উপজেলা, মুজিবনগর উপজেলার সকল ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।