চুয়াডাঙ্গা রেল বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে চাঁদাবাজ বিরোধী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেল বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে চাঁদাবাজ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টায় চুয়াডাঙ্গা রেল বাজারের শাহাবুদ্দিন মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হোসেন মালিক। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা রেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা রেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ ও সাবেক কাউন্সিলর আবুল হোসেন। সভায় চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রধান অতিথীর বক্তব্যে রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট যে কনো বিষয়ে সকল ব্যবসায়ীরা প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন লাঠি ও বাঁশি সবসময় প্রস্তুত রাখতে হবে। কোন চাঁদাবাজ বা ধান্দাবাজ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করলে বা যে কেউ অনৈতিক সুবিধা নিতে চাইলে সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে সকলকে সজাগ করতে হবে। সকলের একযোগ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, গত কয়েকদিন আগে চাঁদাবাজির অভিযোগে রেলবাজার একজন ব্যবসায়ী আইনের প্রতি শ্রদ্ধা রেখে চাঁদাবাজির মামলা করেন। কিন্তু কোন অদৃশ্য কারণে প্রশাসনের নাকের ডোগায় থাকা সত্ত্বেও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত এ সকল আসামিদেরকে আটক করা হচ্ছে না। এটা খুবই দুঃখজনক ও হতাশাজনক ঘটনা। প্রধান বক্তা আবুল হোসেন মেম্বার বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আসামিদেরকে অতিসত্বর গ্রেপ্তার করা না হলে আমরা সাংবাদিক সম্মেলন সহ বিক্ষোভ সমাবেশের আয়োজন করবো। একই সাথে বৃহত্তর কর্মসূচি পালনের জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান মোল্লা। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন রেলবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক অপু বিশ্বাস।