স্টাফ রিপোর্টার:শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় আলমডাঙ্গার লায়লা কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ রুহুল আমীন সোহেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হাসানুজ্জামান সজিব।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী।
তিনি বলেন, “প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়ন করে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। এর আগে কোনোভাবেই যেনতেন নির্বাচন দিলে জনগণ তা মেনে নেবে না। প্রচলিত ধারায় নির্বাচন হলে কখনোই সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে না।”
তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বলেন, “হাতপাখা প্রতীকের দাওয়াত নিয়ে মাঠে-ময়দানে ছড়িয়ে পড়তে হবে। জনগণকে ইসলামী আদর্শে উজ্জীবিত করতে হবে এবং বোঝাতে হবে — ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দেশের সার্বিক মুক্তি, দুর্নীতিমুক্ত উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা সম্ভব নয়।”
মাওলানা আজিজী আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক ও ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। সবার জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
তুষার ইমরান সরকার — সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা
মোঃ আলিমুজ্জামান — জয়েন্ট সেক্রেটারী,ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা
মুফতী সিরাজুল ইসলাম — যুগ্ম আহবায়ক, নির্বাচন পরিচালনা কমিটি
মাওলানা আকরাম হুসাইন সাইরাফী — সভাপতি, আলমডাঙ্গা উপজেলা শাখা
এছাড়াও চুয়াডাঙ্গা-১ আসনের অন্তর্গত থানা, পৌর ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।