চুয়াডাঙ্গা-১ আসনে ৮ দলীয় সমঝোতার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা জহুরুল ইসলাম আজিজী

 

১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-১ আসনে ৮ দলীয় সমঝোতার ভিত্তিতে যাকে প্রার্থী ঘোষণা করা হবে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী ও জেলা সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী।

বৃহস্পতিবার আলুকদিয়া বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, “দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী শক্তির ঐক্য সময়ের দাবি। জনগণ পরিবর্তন ও শান্তি চায়।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলুকদিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাজি ইকতিয়ার উদ্দিন রানা, সহ-সভাপতি আবুল কাশেম সরদার, সহ-সভাপতি জালাল উদ্দিন, সেক্রেটারি আজগার আলী, সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ইসলামী যুব আন্দোলন ইউনিয়ন সভাপতি মাওলানা ইয়াসিন আলী, সেক্রেটারি রাসেল হাসানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের মধ্যে ছিলেন—
১ নং ওয়ার্ড: সভাপতি আব্দুল্লাহ, সেক্রেটারি আব্দুর রহিম
২ নং ওয়ার্ড: সভাপতি মো. বদর উদ্দিন
৩ নং ওয়ার্ড: সেক্রেটারি লিটন মিয়া
৪ নং ওয়ার্ড: সভাপতি জিনারুল ইসলাম
৭ নং ওয়ার্ড: সভাপতি মিজানুর রহমান মিন্টু

যুব ও ছাত্র নেতৃত্ব: ইমদাদুল হক, রাজিউল ইসলাম, ছাত্র নেতা আরাফাত আব্দুল্লাহ।
এছাড়াও আলুকদিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বহু দায়িত্বশীলবৃন্দ গণসংযোগে অংশ নেন।