ভ্রাম্যমাণ প্রতিনিধি: জামায়াত ইসলামীর ১৯ জুলাই মহাসমাবেশ সফল করতে কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াত ইসলামী লিফলেট বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে জামায়াত ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষে কার্পাসডাঙ্গা বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসময় বাজারের সকলকে মহাসমাবেশ সফল করার জন্য আহবান করেন জামায়াতের নেতৃবৃন্দ।এসময় তারা বলেন চুয়াডাঙ্গা ০২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এ্যাডভোকেট রুহুল আমিনের সালাম নিন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। ১৯ তারিখের মহা-সমাবেশে যোগ দিন। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতে আমির আবু হানিফা, নায়েবে আমির আব্দুর রশিদ ফটিক, সেক্রেটারী সামসুল রহমান, ছাত্র শিবির সেক্রেটারী নাহিদ পারভেজ সহ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।