জাল ভিসায় মালদ্বীপ পাঠানোর অভিযোগে মেহেরপুরে পিতা-পুত্রের জেল জরিমানা

মেহেরপুর অফিস: জাল ভিসা দিয়ে মালদ্বীপ পাঠানোর অভিযোগ মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আমিরুল ইসলাম ও পুত্র হাফিজুল ইসলামকে ২ বছরের সশ্রম কারাদ- ও ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-াদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারিক হাসান আসামিদের এ সাজা দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মেহেরপুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন ও তার ছেলে রিপনকে মালদ্বীপ পাঠানোর জন্য ২০১৭ সালের ১২ মে আমিনুল ইসলাম ২ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন। পরে হাফিজুল ইসলামকে জাল ভিসায় মালদ্বীপে পাঠানো হলে রিপনকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় বিল্লাল  হোসেন বাদী হয়ে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪২০/৫০৬ পেনাল কোডে একটি মামলা দায়ের করেন। যার সিআর কেস নং- ২৭১/১৯। মামলায় সাক্ষীদের সাক্ষে আসামিদ্বয় দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের দু’জনকে ওই সাজা দেন।

এদিকে একই আদালত জমি বন্ধক দেয়ার নাম করে একলাখ টাকা গ্রহণ করার পরও ওই টাকা ফেরত না দেয়ার অভিযোগে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মোফাজ্জলের ছেলে হাবিবুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেন।

Comments (0)
Add Comment