জীবননগরের বেনীপুরে নগদকর্মীর দুই লক্ষ টাকা ছিনতাই

জীবননগর ব্যুরো: জীবননগরে মোবাইল ব্যাংকিং নগদ কর্মীর নিকট হতে ২ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার আনুমানিক দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর-কয়া সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত নগদের কর্মী রাব্বি হোসেন (২৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুুন্সিগঞ্জের হাবিল উদ্দিনের ছেলে।
নগদকর্মী রাব্বি হোসেন জানান, প্রতিদিনের মতো নগদের ডিপো থেকে মোটরসাইকেলযোগে বেনীপুর থেকে কয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। সড়কের মাঝামাঝি এসে পেঁৗঁছুলে অপর দিক থেকে হেঁটে আসা তিনজন ব্যক্তি তার মোটরসাইকেলের সামনে এসে গতিরোধ করে। এ সময় রাব্বির কাছে থাকা টাকার ব্যাগ কেড়ে নেয়ার চেষ্টা করে; কিন্তু তিনি টাকার ব্যাগ না দেয়ায় ছিনতাইকারীরা দেশীয় হেঁসো দিয়ে রাব্বিকে কোপ মারার চেষ্টা করে। এ সময় ছিনকারীরা রাব্বির হাতে থাকা টাকার ব্যাগ হেঁসো দিয়ে কেটে টাকা নিয়ে পালিয়ে যায়। রাব্বির আত্মচিৎকারে স্থানীয়রা উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, খবরটি শোনামাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাব্বিকে উদ্ধার করে থানাতে নিয়ে আসে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। নগদ কর্তৃপক্ষও থানায় আসে এবং বিষয়টি নিয়ে আলোচনা করে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন বলে জানান ওসি।