জীবননগরের রায়পুরে ফসলি জমি মাটি কেটে ভাটায় বিক্রি

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করা হচ্ছে। এ সকল আবাদি জমির মাটি ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। ভেকুসহ ভাটার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করা হচ্ছে। কিছু অসাধু ভাটার মালিক কৃষকের মোটা অংক টাকার লোভ দেখিয়ে জমির মাটি ভাটায় নিচ্ছে। মাটি ভেকু দিয়ে কেটে তা ট্রাক্টর দিয়ে বহন করার কারণে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। এ সকল কাদামাটি ট্রাক্টরে বহন করায় পিচরাস্তার ওপরে পড়ে থাকছে। আকাশের বৃষ্টি দেখা দিলে এ সকল পিচরাস্তা দিয়ে চলাচল দায় হয়ে পড়বে। ভাটা মালিক তুহিন এ প্রতিবেদকে বলেন, আমিসহ কিছু ভাটা মালিক মাটি নিচ্ছে, রাস্তার ওপরে কাদামাটি পড়া বিষয়টি আমার কিছু লোকজন দিয়ে পিচরাস্তা ওপর থেকে সরিয়ে নেবো। জীবননগর উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি অসাধু ভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।

Comments (0)
Add Comment