জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মেদিনীপুর ও রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। গত দুই দিনের অভিযানে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এসময় সংশ্লিষ্ট কোন মাদককারবারীকে আটক করা সম্ভভ হয়নি।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের হরিহরনগর গ্রামের একটি আমবাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামীবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা গতকাল বুধবার বিকেলে সীমান্তের শিংনগর গ্রামের একটি কলা বাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামীবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল হতে উপরোক্ত ভারতীয় মদ উদ্ধারের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।