জীবননগরে জাকের পার্টির জনসভায় পীরজাদা মোস্তফা আমির ফয়সাল

জীবননগর ব্যুরো : জীবননগরে জাকের পার্টির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ডে এ জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফায়সাল।

জাকের পার্টির জেলা সহ সভাপতি ওবায়দুল হক বিশ্বাস ফিন্টুর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক আক্কাস আলী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন টিম প্রধান জাকের পার্টির চুয়াডাঙ্গার সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মুজিবর রহমান, আবু সাঈদ মুহাদ্দিসি, কামাল হোসেন আশেকী, তাফসির আহমেদ, নজরুল ইসলাম, হালিম মিয়া, তোয়াক্কেল খান ,আব্দুল মজিদ, সাইদুর রহমান, শহীদ, আজিজুল হক সহ জাকের পার্টির কর্মীবৃন্দরা।
জনসভায় বক্তারা বলেন সারা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে গত মাসের ২০ তারিখ থেকে শুরু হয়েছে ইউনিয়ন ভিত্তিক জনসভা তারই পরিপ্রেক্ষিতে আজকে জীবননগরের জনসভা। আমাদের উদ্দেশ্য হল সারা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার লক্ষে জনসভা করা। জাকের পার্টি একটি আদর্শভিত্তিক দল জাকের পার্টির কাছে ক্ষমতা মূল বিষয় নয়, জাকের পার্টির কাছে আগে হচ্ছে এদেশের মানুষ এবং এদেশের ১৮ কোটি জনগণ। জনগণের শান্তি নিশ্চিত করাই হলো জাকের পার্টির মূল কাজ। সকল কিছুর উর্ধে এসে জাকের পার্টি এ দেশের মানুষের শান্তি নিশ্চিত করতে চায়। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রতিক গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে এবং জাকের পার্টির পক্ষে দেশবাসীর ব্যাপক জনসমর্থন অর্জনের লক্ষ্যে জনসভা শেষে উপস্থিত জাকের পার্টির কর্মীরা শহরের প্রধান সড়কে র‍্যালি করে।